ময়মনসিংহে মোটরসাইকেল চালক আরিফ রব্বানী ফারাজি হত্যা মামলায় দুই আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।
মঙ্গলবার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট এ রায় দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।
আইনজীবীরা জানান, ২০১০ সালের ২৩ মার্চ রাতে ময়মনসিংহের ফুলপুর পৌর সভার আমুয়াকান্দা এলাকায় যাত্রীবেশে মোটরসাইকেলে ওঠে আসামি লিটন ও মুনজুর। এ সময় তারা মোটরসাইকেল চালক আরিফ রব্বানী ফারাজিকে হত্যা করে। পরে নিহতের ২ জনকে আসামি করে ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দু'বছর পর ২০১২ সালের ২৩ জানুয়ারি ময়মনসিংহ জেলা ও দায়রা জজ লিটনকে ফাঁসি ও মনজুরকে যাবজ্জীবন দণ্ড দেন। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামিরা।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব