চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় রাইস মিলের জন্য। কিন্তু সেই বিদ্যুৎ ব্যবহার হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার কাজে। নামে রাইস মিল হলেও এর কোনো অস্তিত্ব নেই। পরিণত হয় গ্যারেজে।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যামাণ আদালত অভিযান চালিয়ে এমন গ্যারেজের সন্ধান পায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৮০টি ব্যাটারি জব্দ করা হয়।
সহকারী কমিশনার মোহাম্মদ রুহুল আমিন বলেন, রাইস মিলের জন্য বিদ্যুৎ সংযোগ নিয়ে তা অবৈধ রিকশার ব্যাটারির জন্য ব্যবহার করা হচ্ছে। প্রতি রিকশা থেকে মালিক ৬০ টাকা করে ভাড়া নেয়। অভিযানে প্রায় ৮০টি ব্যাটারি জব্দ করে জায়গাটি সিলগালা করে দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব