নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাগজ বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর মনতাজ এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মোশাররফ হোসেন (৩০), একই জেলার গলাচিপা উপজেলার রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২২), মাদারীপুর জেলার কেন্দুয়া এলাকার আবুল বাশারের ছেলে অপু হাওলাদার (২২) ও একই এলাকার হোসেন চৌকিদারের ছেলে ওবায়দুল হক (৩৬)। তারা সবাই শ্রমিক ছিলেন।
ওসি মঞ্জুর কাদের বলেন, পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় কাগজ ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব