১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:০৯

বিশ্ব ব্যাংকের ১৬ গাড়ির পাশবই তলব শুল্ক গোয়েন্দার

অনলাইন প্রতিবেদক

বিশ্ব ব্যাংকের ১৬ গাড়ির পাশবই তলব শুল্ক গোয়েন্দার

শুল্কমুক্ত সুবিধা অপব্যবহারের অভিযোগে বিশ্ব ব্যাংকের ১৬ গাড়ির পাশবই ও অন্যান্য কাগজপত্র তলব করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বিশ্ব ব্যাংকের বাংলাদেশ প্রতিনিধিকেও গোয়েন্দা কার্যালয়ে তলব করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, শুল্ক গোয়েন্দাদের সন্দেহ, বিশ্ব ব্যাংক শুল্কমুক্তভাবে গাড়ি এনেছে। তবে ফিরে যাওয়ার সময় এগুলো নিয়ে যাননি। এতে সরকার রাজস্ব হারিয়েছে। তাই এ বিষয়ে বিশ্ব ব্যাংকের অবস্থান জানতে তাদের প্রতিনিধিকে তলব করা হয়েছে।

বাংলাদেশে কর্মরত বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডি, ব্রিটিশ সাহায্য সংস্থা ডিএফআইডি, জাপানের সাহায্য সংস্থা জাইকা, ইউনিসেফ ও ইউএনডিপির কর্মীরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করলেও ফিরে যাওয়ার সময় তা আর ফেরত নিয়ে যাননি। বর্তমানে এমন গাড়ির সংখ্যা প্রায় ৪০০-র মতো। এসব দামি গাড়ির বেশিরভাগই স্থানীয় বাংলাদেশিদের কাছে বিক্রি করে চলে গেছেন তারা। এতে রাজস্ব হারিয়েছে সরকার।

 

বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর