১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:২৫

ভারতে আশ্রয় নিলেন বাংলাদেশি ব্লগার

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে আশ্রয় নিলেন বাংলাদেশি ব্লগার

ধর্মীয় মৌলবাদীদের হুমকির মুখে পড়ে ভারতে আশ্রয় নিয়েছেল বাংলাদেশি ব্লগার লিমন ফকির (২৯)। সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদা জেলার প্রত্যন্ত এক গ্রামে আশ্রয় নিয়েছেন বরিশালের আমতলির ৭ নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দা। 

বিতর্কিত বিষয়ে ব্লগে লেখালেখি করে ক্ষোভের মুখে পড়ে লিমন ভারতে আশ্রয় নেন। নিজের মত প্রকাশ করে ১০০টিরও বেশি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছেন লিমন। ফেসবুকেও সরব ছিলেন। 

চলতি বছরের ৯ জানুয়ারি তার বিরুদ্ধে বাংলাদেশের আমতলি থানাতে অভিযোগ দায়ের করে স্থানীয়রা। এমনকি লিমনের ফাঁসির দাবিতে মিছিলও শুরু করে তারা। পরে ভারতে আশ্রয় নেন লিমন। 

 

বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর