১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৪০

রাগীব আলীর প্রতারণা মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট


রাগীব আলীর প্রতারণা মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার তারাপুর চা বাগানের ভূমি আত্মসাতের মামলায় সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি আদালতের বিচারক এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান।

বুধবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে সাক্ষ্যগ্রহণের শেষ দিনে চার জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলায় ৩৩ জনের সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

১৯৯০ সালে ভূমি মন্ত্রনালয়ের স্মারক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগানের প্রায় ৪২৩ একর দেবোত্তর সম্পত্তি দখল নেন রাগীব আলী। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। এর আগে গত ২ ফেব্রুয়ারী ভূমি মন্ত্রনালয়ের স্মারক জালিয়াতি মামলায় ১৪ বছরের সাজা হয়েছে রাগীব আলী ও তার ছেলের।

বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর