বরিশালে ইয়াবাসহ আটক সুমন সিকদারকে ৭ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।
বরিশালের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক আসামির অনুপস্থিতিতে বুধবার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সুমন আগৈলঝাড়া উপজেলার গৈলা এলাকার হাবিবুর রহমান সিকদারের ছেলে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত বছরের ১৯ মে আগৈলঝাড়ার রামসিদ্ধি স্কুল সংলগ্ন এলাকা থেকে সুমনকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করে র্যাব। এ ঘটনায় পরদিন র্যাবের ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা একই থানার এসআই হাসানুজ্জামান একমাত্র আসামি সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। পরে ট্রাইব্যুনালে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব