চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর ছনহারা ইউনিয়নে স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে গৃহবধূ ইয়াছমিন আক্তার (৩২) বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পটিয়া থানার উপ পরিদর্শক (এসআই) দিমান মজুমদার বলেন, গত মঙ্গলবার রাতে স্বামী আবুল হাশেমের সঙ্গে ঝগড়া হয় স্ত্রীর। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ভোরে বাসায় বিষপান করেন। তাকে গুরুতর অবস্থায় পটিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান ইয়াছমিন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ