চট্টগ্রামের হাটহাজারী সদরে বাসস্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় মোহাম্মদ রুবেল (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
রুবেল স্থানীয় আইডিয়াল ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র। স্কুল ছুটি শেষে সে হাটহাজারী সদর এলাকায় নিজের বাসায় ফিরছিল।
হাটহাজারী থানার কনস্টেবল তাহমিনা বলেন, মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব