রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালক। তবে তার নাম জানা যায়নি। পুলিশের ধারণা, অজ্ঞানপার্টির সদস্যরা ওই চালককে অচেতন করে তার কাছে থাকা টাকা হাতিয়ে নিয়ে গেছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজার এলাকায় অচেতন অবস্থায় স্থানীয়রা ওই চালককে উদ্ধার করে বলে জানান খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুজ্জামান।
তিনি বলেন, স্থানীয়রা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মেরাদিয়া বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে রামপুরা থানার সামনে নিয়ে আসে।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। ওই ব্যক্তির গায়ে নীল নঙের চালকের পোশাক ছিলো। শার্টের পকেট কিছুটা কাটা ছিলো। পুলিশের ধারণা, অজ্ঞানপার্টির সদস্যরা ওই চালককে অচেতন করে তার কাছে থাকা টাকা হাতিয়ে নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব