চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) তায়ানিজ অ্যাপারেলস নামে একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোবাইল অপারেটর বিশ্বন্তর বড়ুয়া বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। তিনটি ফায়ার স্টেশনের আটটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ