রাজধানীর মতিঝিলে লেগুনার ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তার বিয়স আনুমানিক ১৬ বছর। মৃত যুবকের পরনে ছিল লাল রঙের টি শার্ট ও ফুল প্যান্ট। বুধবার রাত ১০টার দিকে আরামবাগ খলিল গার্মেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, খিলগাঁওগামী যাত্রীবাহী লেগুনাটি ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতপরিচয় সেই যুবককে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "লেগুনার ধাক্কায় আহত যুবককে মুমূর্ষু অবস্থায় এখানে আনা হয়। এখানকার দায়িত্বরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫