রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি রোডের চাঁন মিয়া হাউজিং বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভোরে মোহাম্মদপুরের শিয়া মসজিদের পাশে চাঁন মিয়া হাউজিং বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।"
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮