মারা যাওয়ার পরেও পলাতক দেখিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলায় জেলার পুলিশ সুপার (এসপি) সৈয়দ নূরুল ইসলামের নিঃশর্ত ক্ষমার আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে, বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। শুনানি শেষে এসপিকে ক্ষমা করে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তার স্বাক্ষরিত লিখিত ব্যাখ্যা জমা দিতে বলেছেন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল। এদিন আইনজীবী স্বাক্ষরিত তার ব্যাখ্যায় আইজিপি’র স্বাক্ষর ছিল না।
এর আগে এ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দিতে গত ৩১ জানুয়ারি ময়মনসিংহের এসপিকে হাজির হয়ে এবং আইজিপিকে লিখিতভাবে এ বিষয়ে ব্যাখ্যা দিতে আদেশ দেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন ময়মনসিংহের এসপি।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব