১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:০১

'গত অর্থবছরে ওষুধ রপ্তানি করে আয় হয়েছে ৮৩৬ কোটি ৮১ লাখ টাকা'

অনলাইন ডেস্ক

'গত অর্থবছরে ওষুধ রপ্তানি করে আয় হয়েছে ৮৩৬ কোটি ৮১ লাখ টাকা'

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত অর্থবছরে বিশ্বের ১২৩টি দেশে ওষুধ রপ্তানি করে ৮৩৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে।

তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ৫৪টি দেশীয় কোম্পানির ওষুধ রফতানি করে এ আয় হয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের আন্তরিকতা ও উদারনীতির ফলে বাংলাদেশের ওষুধশিল্প অন্যতম শিল্প সেক্টরে পরিণত হয়েছে। দেশীয় চাহিদার শতকরা প্রায় ৯৮ ভাগেরও বেশি ওষুধ বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত হয়।  

তিনি বলেন, বর্তমানে দেশে উৎপাদিত বিভিন্ন প্রকার ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের ১২৭টি দেশে রফতানি হচ্ছে। ওষুধ রফতানির পরিমাণ ও দেশের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর