শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে গণপরিবহন শূন্য হয়ে পড়েছে রাজধানী। আজ সকাল থেকে নগরীর কোনো রাস্তায় পাবলিক পরিবহনের দেখা মিলছে না। ফলে সকাল থেকেই দুর্ভোগে পড়েছেন অফিসাগামী সাধারণ মানুষসহ এসএসসি পরীক্ষার্থীরা। ফলে হেটেই গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন নগরবাসী।
এদিকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পরিবহন শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়া হবে বলে মঙ্গলবার বিকালে গাবতলীতে এক সমাবেশে বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম ঘোষণা দেন।
এসময় তাজুল ইসলাম আরো বলেন, 'এ আইন প্রত্যাহার করে শ্রমিকদের জেল থেকে বের করব। আমাদের দাবি-দাওয়া সম্পূর্ণ মেনে নিলে শ্রমিকেরা গাড়ি চালাবেন। '
বিডি প্রতিদিন/০১ মার্চ ২০১৭/হিমেল