শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে গোটা রাজধানী এখন গণপরিবহন শূন্য। সকাল থেকে নগরীর কোনো রাস্তায় পাবলিক পরিবহনের দেখা না পাওয়ায় বিপাকে পড়েন অফিসগামীরা। একপর্যায়ে বাধ্য হয়েই ভ্যান-রিক্সায় চড়ে গন্তব্যস্থলে ছোটেন অনেকে। তাই রাজধানীতে চলাচলের জন্য ভ্যান রিক্সাই এখন নির্ভরযোগ্য যানবাহনে রুপ নিয়েছে।
তবে এ সুযোগে ভাড়াও বাড়িয়ে দিয়েছে ভ্যান ও রিক্সা চালকরা। একই সাথে সিএনজি অটোরিক্সার চাহিদাও বেড়ে গেছে। অন্যদিকে চাপ বেশি থাকায় অনেক ক্ষেত্রে ভ্যান-রিক্সাও পর্যাপ্ত পাওয়া যাচ্ছেনা। সেক্ষেত্রে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন নগরবাসী।
বিডি প্রতিদিন/০১ মার্চ ২০১৭/হিমেল