রাজধানীর গাবতলীতে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বৈশাখী পরিবহনের চালক শাহ আলম বলে জানা গেছে। তাকে রিকসাযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শ্রমিকরা জানিয়েছে, তার পেটে ও বুকে শর্টগানের গুলি লেগেছে। তার অবস্থা গুরুতর।
বিডি-প্রতিদিন/এস আহমেদ