সারাদেশে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। টানা এই পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা নিদারুণ ভোগান্তির মুখে পড়েছেন। রাজশাহীর শ্রমিক নেতারা বলছেন, ঢাকার নির্দেশে তারা পরিবহন ধর্মঘট করছেন, ঢাকা থেকে নির্দেশনা এলেই ধর্মঘট তুলে নেওয়া হবে।
শুধু বাসের জন্য ধর্মঘট ডাকা হলেও বুধবার সকাল থেকেই নগরীর শিরোইল পুরাতন বাস পরিবহন শ্রমিকরা শহরের ভেতরে রিকশা, অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচলেও বাধা দিচ্ছেন। ওই এলাকায় যাত্রীদের রিকশা ও অটোরিকশা থেকে নামিয়ে দিতেও দেখা যাচ্ছে। ফলে বাস টার্মিনালের সামনে দিয়ে সামান্য কিছু এলাকায় যাতায়াতের জন্যও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
এদিকে আগে থেকে টিকিট কেনা থাকলেও বাসে সময় মতো গন্তব্যে যেতে না পেরে বিপদে পড়েছেন অনেক মানুষ। অনেক যাত্রীই বিকল্প ব্যবস্থা হিসেবে ট্রেনে যাত্রার চেষ্টা করছেন। ফলে রাজশাহী রেল স্টেশনে টিকিটের জন্য মানুষের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
বিডি প্রতিদিন/১ মার্চ ২০১৭/এনায়েত করিম