রাজধানীর নগর ভবনস্থ ওসমানী উদ্যানের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নিহত ওই ব্যক্তি উদ্যানের ভেতরে ‘ভবঘুরে’ হিসেবে ঘোরাফেরা করতেন। অচেতন অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তির ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/১ মার্চ ২০১৭/এনায়েত করিম