রাজধানীর পল্লবীতে সাইফুল ইসলাম (১৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত সাইফুল ইসলামের বাবা শামসুর রহমান ই-ব্লকের পানির ট্যাংকি এলাকায় রাস্তায় সবজি বিক্রি করেন। তিনি জানন, সাইফুল তার সঙ্গে সবজির দোকানেই ছিলেন। রাত সাড়ে আটটার দিকে দুই যুবক এসে সাইফুলের সঙ্গে বিবাদে জড়ায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকে কর্তব্যরত চিকিৎসব রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের ই-ব্লকে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।