সারাদেশে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে বিএনপি। এসময় বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
এদিকে রাজশাহী জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী কোর্ট শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ মানিক খান নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/এনায়েত করিম