জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আবার ২০১৪ সালের মতো ভেল্কিবাজির নির্বাচন হলে জনগণ রাস্তায় নামবে। তারা আর কোনোভাবেই এই সরকারকে ছাড় দেবে না জনগণ।
জাতীয় উদযাপন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার স্বাধীনতা পতাকা উত্তোলন দিবস এক আলোচনা সভায় রব এ কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনাসভায় রব আরো বলেন, দলীয় কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা আকড়ে রাখতে ইতিহাস বিকৃতি করছে। ইতিহাস বিকৃতি করে তারা পার পাবে না।
পতাকা উত্তোলনের দিবসকে অস্বীকার করলে বোকার স্বর্গে বাস করা হবে।
আরো বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।