কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন বৃহস্পতিবার ৫ মেয়র প্রার্থীসহ ১৯২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৬ জন মেয়র প্রার্থী, মহিলা সংরক্ষিত আসনে ৪৫ জন এবং সাধারণ ওয়ার্ডে ১৯৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জাসদের শিরিন আক্তার, স্বতন্ত্র মেজর (অব.) মামুনুর রশিদ ও পিডিপি’র অ্যাডভোকেট শোয়েবুর রহমান।
এদিকে সাধারণ ওয়ার্ডে ১৪৫জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১৯২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মনোনয়নপত্র জমাদানকারীকে আচরণবিধি সম্পর্কে সতর্ক করা হচ্ছে। কেউ আচরণবিধি লংঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদানের শেষ তারিখ ছিলো ২ মার্চ। যাচাই- বাছাই ৫ ও ৬মার্চ। প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫মার্চ।