আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় বরিশালের বানারীপাড়া থানার ওসিকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেয়া হয়েছে। বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম আজ বৃহস্পতিবার এই নোটিশ জারীর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ঋণ নিয়ে কিস্তি পরিশোধে ব্যর্থ ঋণ গ্রহীতার বিরুদ্ধে চেক প্রতারনার অভিযোগে মামলা দায়ের করেন ব্র্যাক ব্যাংকের বরিশাল অঞ্চলের ম্যানেজার কাইউম ঢালী। মামলায় ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর ঋন গ্রহীতা আসামি বানারীপাড়া পৌর শহরের সায়মন সু হাউজের মালিক গোলাম মোস্তফাকে সমন দেন আদালত। সমনের জবাব না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা এবং পরে মালক্রোকের নির্দেশ দেন আদালত।
২০১৬ সালের ২৬ জানুয়ারী বানারীপাড়া থানার ওসিকে মালক্রোক করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হলেও গত এক বছরে কোন প্রতিবেদন আদালতে জমা দেননি ওসি। তাই আগামী ২৬ এপ্রিলের মধ্যে ওসিকে স্ব-শরীরে হাজির হয়ে আদেশ পালনের সকল তথ্য আদালতকে জানানোর নোটিশ জারী হয়েছে তার বিরুদ্ধে। একই সাথে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া নেয়া হবে না, তাও জানাতে নির্দেশ দেন আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার