গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনোয়ারুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার নলছাটা এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল ইসলামের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুর রহমান জানান, কালীগঞ্জ এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে আনোয়ারুল ইসলামের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আনোয়ারুল ইসলাম মারা যান।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৭/এনায়েত করিম