খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ৮ মার্চ
সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার রায়ের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
রবিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা শুনানি শেষে এ দিন ধার্য করেন বলে জানান আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী।
শুনানির সময় মামলার একমাত্র আসামি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুল আলম আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। গত বছরের ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠান আদালত। ঘটনার পর শাবি ও ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয় বদরুলকে।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৭/মাহবুব