চট্টগ্রামে চলমান ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা গেছেন। নগরীর বটতলী রেলস্টেশন এলাকায় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, ‘ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান ওই ব্যক্তি। এতে তার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। আমরা তাকে দ্রুত রেলওয়ে হাসপাতালে পাঠাই। পরে সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ