রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন হবিবুর রহমান ও সেলিম রেজা।
সোমবার সকালে ভোরে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো’র (উত্তর) সহকারী পরিচালক খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
সহকারী পরিচালক খোরশেদ আলম জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।"
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬