রাজধানীর এলিফ্যান্ট রোডে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফ্যাশন নেটওয়ার্ক নামের একটি কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল ও আশপাশের এলাকাটি তারা অবরোধ করে রেখেছেন। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
নিউমার্কেট থানার ওসি আতিকুল আলম জানান, ফ্যাশন নেটওয়ার্ক নামের ওই পোশাক কারখানাটি সম্প্রতি তা গাজীপুরে স্থানান্তরিত হয়েছে। কারখানা স্থানান্তরের পর থেকেই বকেয়া বেতনে দেওয়ার দাবি জানিয়ে আসছে শ্রমিকরা।
'আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ দেড়মাস পর্যন্ত দিতে রাজি আছে। কিন্তু শ্রমিকরা পুরো বেতনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন।'