অবৈধভাবে সীমান্ত দিয়ে আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. জাফর প্রকাশ স্বপন দাশ নামে একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিত জাফরের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি গ্রামের মৃত শান্তি দাশের ছেলে। বর্তমানে নগরীর বন্দর থানার মুন্সীপাড়া এলাকায় জনৈক মোজাম্মেল হকের বাসায় ভাড়া থাকতেন।
বৃস্পতিবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. শাহ নূর এই রায় দিয়েছেন বলে জানান নগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী।
তিনি বলেন, জাফরের ভাড়া বাসায় ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর অভিযান চালিয়ে বন্দর থানা পুলিশ ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০০৯ সালের ১ এপ্রিল জাফরকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। চোরাচালানের মাধ্যমে ভারতীয় ফেনসিডিল দেশে আনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) এর ২ ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর সাতজনের সাক্ষ্য নেয়া হয়। দন্ডিত জাফর বর্তমানে পলাতক আছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন