সিলেটে ছাত্রদল ক্যাডারদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সুবিদবাজার এলাকায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার ও ছাত্রলীগ কর্মী পলাশের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রদল ক্যাডাররা। মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাবিল রাজা চৌধুরী গ্রুপের ক্যাডাররা তুষারের ঘাড়ে ও মাথায় ছুরিকাঘাত করে। এসময় ছাত্রলীগ কর্মী পলাশকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন