রাজধানীর এলিফ্যান্ট রোডের সানরাইজ ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট। সকাল সাড়ে ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, এলিফ্যান্ট রোডে অবস্থিত ওই ভবন থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ