শুক্রবার বগুড়া সদরের গোকুলে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গোকুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কারাবন্দি ফেরদৌস আলম পিলুর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতৃবৃন্দ।
এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমু, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুব আলম শাহীন, নাজমা আক্তার, হাজেরা বেগম, যুবদল নেতা মাসুদ রানা, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম শফিক ও আবু জাফর জেম্স, স্বেচ্ছাসেবক দলের সাইমুম ইসলাম প্রমুখ।
ভিপি সাইফুল তার বক্তব্যে বলেন, দেশে আইনের শাসন নেই। যারাই জনগনের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হচ্ছে। আদালত থেকে জামিনে মুক্তি পেলেও জেলগেটে আটক করে আবারো কারাগারে পাঠানো হয়। এভাবে সারাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে। জেল খানাই এখন বিএনপির নেতাকর্মীদের ঠিকানা।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৭/হিমেল