নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানিয়েছেন, গ্রেফতার হাফেজ মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ (৩১) আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) শরিয়া বোর্ডের সদস্য। গ্রেফতার হাফেজ মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ অভিজিৎ রায়সহ ব্লগার ও লেখকদের হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শুক্রবার রাতে তাকে ডিএমপি দক্ষিণের গোয়েন্দা পুলিশের সদস্যরা গ্রেফতার করে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এ ব্যাপারে পুলিশ সূত্রে জানা যায়, এবিটির সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক কাউকে হত্যার পরিকল্পনার আগে কয়েকজন শীর্ষ নেতার সমন্বয়ে গঠিত এই শরিয়া বোর্ডের অনুমোদন নিতেন। একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবিটির কয়েকজন সদস্যকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদের পাওয়া তথ্য থেকে পুলিশের এই ভাষ্য। এর মধ্যে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায় মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং জঙ্গি নেতা মুফতি জসীমউদ্দীন রাহমানীসহ অন্য ছয় আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে, যা বহাল রেখেছেন হাইকোর্ট।
বিডি প্রতিদিন/এ মজুমদার