চট্টগ্রাম নগরীর একটি স্কুলে হেপাটাইটিস-বি ভ্যাকসিন নিয়ে প্রতারণার অভিযোগে ‘মা ও শিশু উন্নয়ন সংস্থা’ নামে একটি প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
শনিবার বেলা ২টার দিকে নগরীর বন্দর থানার মধ্যম হালিশহরের আনন্দবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। আটক তিজন হলেন কুতুবউদ্দিন, মাকসুদুর রহমান এবং মোহাইমেনুল ইসলাম টিটু।
বন্দর থানার উপ-পরিদর্শক সাজেদ কামাল ঘটনার সত্যতা জানিয়ে বলেন, "প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হালিশহরের বিভিন্ন এলাকায় স্কুলে স্কুলে হ্যাপাটাইটিস বি’র ভ্যাকসিন বিক্রি করে আসছিল। প্রতি পূর্ণাঙ্গ কোর্স ভ্যাকসিন তারা ৫০০ টাকা করে বিক্রি করে। শনিবার ভ্যাকসিন বিক্রির জন্য আবারও স্কুলটিতে যাওয়ার পর শিক্ষক এবং সাধারণ মানুষ মিলে তাদের ধরে ফেলে।"
শিক্ষক ও স্কুলটির অভিভাবকদের অভিযোগ, তাদের ভ্যাকসিন নকল ও নিম্নমানের। আগে এই ভ্যাকসিন দেয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়েছিল। এরপর দীর্ঘদিন তারা এলাকায় আসেনি। সুযোগ বুঝে তারা আবারও প্রতারণা করার জন্য স্কুলে স্কুলে নকল এই ভ্যাকসিন বিক্রি শুরু করেছে।
জানা গেছে, মা ও শিশু উন্নয়ন নামে সংস্থাটি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত বলে তারা জানালেও আসলে নিবন্ধন আছে কি না যাচাই করে দেখা উচিত। আটক তিনজনের কাছ থেকে পাওয়া পরিচয়পত্রে পদবি হিসেবে ‘তথ্যউপাত্ত সংগ্রহকারী’ হিসেবে উল্লেখ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪