সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ জানান, শনিবার দক্ষিণ সুরমা কলেজ পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা ভঙ্গ করে ভেতরে প্রবেশের চেষ্টা করেন শাহীন আলী। এসময় পুলিশ তাকে বাধা প্রদান করেন। শাহীন পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের সাথে দুর্ব্যবহার করেন। তখন পুলিশ তাকে আটক করে। পরে শাহীন আলীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তফা ২০ দিনের কারাদণ্ডের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ