সিলেটে এক সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত বিচার আইনে দায়ের করা ওই কর্মকর্তার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পাভেল, সাইদুল ইসলাম ও মাকসুদ আহমদ।
ওসি সোহেল জানান, গত বৃহস্পতিবার রাতে সরকারি কর্মকর্তা আবদুল আজিজকে মারধর ও তার গাড়ি ভাঙচুর করেন কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। আবদুল আজিজ মহানগরীর কেওয়াপাড়ার পড়শী ১১৯ নং বাসার বাসিন্দা। ওই ঘটনায় তিনি বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। পুলিশ ছাত্রলীগের চারজনকে গ্রেফতার করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ