রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় একটি গুদাম লাগা আগুন ফায়ার সার্ভিস কর্মীদের সোয়া ৩ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয়রা জানায়, টিনশেড ওই স্থাপনাটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুদাম হিসেবে ব্যবহৃত হয়।
শনিবার দিবাগত ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দফতরের কন্ট্রোলরুমের পরিদর্শক মো. মাহমুদুর রহমান। এর আগে, রাত ১২টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট প্রায় সোয়া তিনঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৭/মাহবুব