চট্টগ্রাম নগরীতে মাদক সম্রাজ্ঞী হিসেবে পুলিশের তালিকাভুক্ত আকলিমা বেগমকে (৩৫) তার সহযোগী মো.সুমনকেও (২২) আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কোতয়ালি থানার তুলাতলি বস্তিতে আকলিমার বাসায় অভিযান চালান অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের কর্মকর্তারা। মেট্রো উপ-অঞ্চল অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্ম্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ।
তিনি জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় আকলিমা ও সুমনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫