ঢাকার আশুলিয়ার মরাগাং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দু’টি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার ভোরে আশুলিয়ার মরাগাং ব্রিজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গড্ডীমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলামীন (৩০), বর্তমানে তিনি আশুলিয়ার শিমুলিয়ার আমনের বাসার ভাড়াটিয়া। গাইবান্ধা সদরের পিয়ারাপুর গ্রামের সামছুল আলমের ছেলে পারভেজ হোসেন (২৫), তিনি পলাশবাড়ি এলাকার টিপুর বাসায় ভাড়া থাকতেন। বগুড়া জেলার ধুপচাচিয়া থানার চামরুল গ্রামের মহসিন তালুকাদের ছেলে নুর মোহাম্মদ ছোটন (২৮) , তিনি আখরাইন বৌবাজার এলাকায় রমজানের বাসায় থাকতেন। মানিকগঞ্জ সদরের রাল্লে গ্রামের ইশার আলীর ছেলে সজীব (২৪), গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর গ্রামের হেলালের ছেলে রাকিব (২৮), একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. হৃদয় (২৩)।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) অহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।