সাভার গোয়েন্দা পুলিশের হাতে মহসিন নামের (২৮) এক যুবক আটক হয়েছে। সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকা থেকে মহসিনকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সাভারের কালিয়াকৈর এলাকায় একটি বাড়িতে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে আবু হানিফের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ির ছাড়ের পানির ট্যাঙ্কের ভেতর থেকে একটি বিদেশী অস্ত্র উদ্ধার করে। এসময় ওই বাড়ির মালিক আবু হানিফকে ব্যাপক জিঙ্গাসাবাদ ও প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে পুলিশ তথ্য প্রদানকারী মহসীনকে আটক করে নিয়ে যায়।
স্থানীয়রা ও আবু হানিফ অভিযোগ করে বলেন, মহসিনের সাথে জমি নিয়ে তাদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। দেড় মাস আগে এ নিয়ে তাদের দু'পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটলে মহসিনের লোকজন তার উপর গুলি চালায়। এ ঘটনায় তিনি মামলা করেন। টানা এক মাস হাসপাতালে থাকার পর তিনি বাড়িতে ফিরেন। মামলা উঠিয়ে নেওয়ার জন্য বেশ কয়েক দিন যাবত হুমকি দিয়ে আসছিল মহসিন। ফাঁসানোর জন্যই মহসিন তার বাড়িতে অস্ত্র রেখে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়াও মহসিন দীর্ঘ দিন যাবত কালিয়াকৈর এলাকায় অস্ত্র ব্যবসা ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে বিরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দু সামাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মহসিন দীর্ঘ দিন যাবত মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। এর প্রতিবাদ করায় একাধিকবার তাদের হুমকি দিয়েছে।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা অভিযোগ করে বলেন, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের ঘনিষ্ঠ সহযোগী মহসিন। আর এ কারণেই চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে সে এলাকায় অস্ত্র ও মাদকের ব্যবসাসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। কেউ প্রতিবাদ করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে।
এ বিষয়ে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন জানান, মহসিন তার কর্মী। আর তার বাড়ি থেকে নয় পাশের বাড়ি থেকে অস্ত্র পাওয়া গেছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গোয়েন্দা পুলিশের সদর দপ্তরের একটি দল সাভারের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় মহসিন নামের এক যুবককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৭/ফারজানা