বিএনপি নেতারা অপুষ্টিতে ভুগছেন বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তাদের কথাবার্তায় সেটা বোঝা যায়, এমনকি সমালোচনাতেও তাদের পুষ্টির অভাব রয়েছে।
রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের চিকিৎসা সেবা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থায় আশাব্যঞ্জক উন্নতি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত বাংলাদেশের প্রশংসা করেছেন।
সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফেডারেশনের চেয়ারম্যান ডা. এস কে রায়, জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) পরিচালক মাযহারুল ইসলাম।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৭/মাহবুব