আসন্ন বাংলা নববর্ষ উদযাপনে নিরাপত্তা নিয়ে আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দারা কাজ করছেন। তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো 'থ্রেট' কিংবা আশঙ্কা বা আতঙ্কের কথা আসেনি।
রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, থ্রেট আসুক আর না আসুক আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। মঙ্গল শোভাযাত্রার শুরুর পর কেউ ঢুকতে পারবে না বলেও তিনি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় ভিন্নস্থান থেকে যাতে সংযুক্ত হতে না পারে, যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য যারা শুরু করবেন তারা যাতে সুন্দরভাবে উদ্দীপনা নিয়ে পালন করতে পারেন সেদিকে আমরা খেয়াল রাখছি।
এতে উৎসবে ভাটা পড়বে কি-না এ বিষয়ে আসাদুজ্জামান কামাল বলেন, ‘এতে উৎসবে কোনো ভাটা পড়বে না, আমরা মনে করি এটা বাঙালির প্রাণের উৎসব, এই উৎসব সর্বাত্মকভাবে পালিত হবে। এখানে কোনো ধর্মের বালাই নেই, এখানে কোনো বয়সের বালাই নেই। উৎসব ভালোভাবে পালনে গত বছর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি বোনাসও দেয়া হচ্ছে।’
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৭/মাহবুব