কুমিল্লা থেকে গ্রেফতার হওয়া 'জঙ্গি' মাহমুদুল হাসান এবং মো. জসিমকে পাঁচ দিনের রিমাণ্ডে নেয়ার অনুমতি পেয়েছে মীরসরাই থানা পুলিশ। রবিবার চট্টগ্রামের সিনিয়র বিচারিক হাকিম আবু ইউসুফ এ আদেশ দেন।
জেলা পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, মিরসরাই থানায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের মামলায় হাসান এবং জসিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৭ মার্চ কুমিল্লার চান্দিনা থেকে জসিম এবং হাসানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মীরসরাইয়ের গোভনিয়া এলাকা থেকে জঙ্গি আস্তানা আবিস্কার করে কাউন্টার টেররিজম ইউনিট। এ ঘটনায় পৃথক একাধিক মামলা দায়ের করে পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ