বরিশাল নগরীর তালতলী বাজারে অভিযান চালিয়ে ৩২০কেজি জাটকাসহ দুই অসাধু ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার সকালে র্যাব-৮ এর সহকারী পরিচালক মো. হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক মো. হালিম খান সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরগোপালপুর গ্রামের এবং চয়ন চন্দ্র সমাদ্দার নগরীর রসুলপুর চরের বাসিন্দা।
পরে আটক দু'জনকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হোসাইনের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের দুই জনকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধারকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা লিল্লাহ বোডিং, এতিমখানা, শিশু সদন এবং অসহায়-দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ