বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) বৃত্তি পেয়েছে ১২৬১ জন শিক্ষার্থী। রবিবার শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক তালিকায় এই তথ্য প্রকাশ করা হয়।
২০১৬ সালের এসএসসি পরীক্ষার উপর ভিত্তি করে মাধ্যমিক পর্যায়ে দুই ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এরমধ্যে প্রথম ক্যাটাগরিতে জেলা পর্যায়ে মেধা বৃত্তি পেয়েছে ৯৮ জন শিক্ষার্থী। দ্বিতীয় ক্যাটাগরিতে সাধারণ বৃত্তি পেয়েছে বিভাগের বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৮ জন, উপজেলা পর্যায়ে ১৬৮ জন এবং জেলা পর্যায়ে ৯৮৭ জন শিক্ষার্থী।
বরিশাল শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য বলেন, নিয়মিত শিক্ষার্থী এবং যারা জিপিএ-৫ পেয়েছে তাদের মধ্যে থেকে বৃত্তি প্রদান করা হয়েছে। এদের ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অনুদান দেয়া হবে। যারা মেধাবৃত্তি লাভ করেছে তারা দুই বছর মেয়াদে প্রতি মাসে ৬০০ এবং বছরে এককালীন আরো ৯০০ টাকা করে পাবে। আর যারা সাধারণ বৃত্তি পেয়েছে তারা মাসিক ৩৫০ টাকা হারে এবং বছরে এককালীন অনুদান বাবদ আরো ৪৫০ টাকা করে পাবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ