রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে রবিবার রাতে ট্রেনের নিচে কাটা পড়ে আফাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি ট্রেন বিমানবন্দর রেলস্টেশনে এসে গতি কমালে, আফাজ ওই চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রেনে কাটা পড়ে এক জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ।
বিডি প্রতিদিন/এ মজুমদার