রাজধানীর হাতিরঝিল থেকে আজ সোমবার সকালে পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল পোরশে গাড়ি উদ্ধার করেছে জাতীয় শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক শরীফ আল হাসান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গাড়ির চাবি ভেতরেই পাওয়া গেছে। ড্রাইভারের সিটে একটি চিঠিও পাওয়া গেছে। শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ব্যবহারকারী কর্তৃক ফেলে যাওয়া গাড়িটি উদ্ধার করেছে।
ঘটনাস্থলে শুল্ক গোয়েন্দার দল অবস্থান করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে। কে বা কারা এটি ফেলে রেখে গেছেন।
এর দাম প্রায় দুই কোটি টাকা। ২০১০ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়িটি দেশে নিয়ে আসা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ