বরিশাল নগরীর রূপাতলী চান্দুর মার্কেট সংলগ্ন শেরে-ই বাংলা সড়কে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মো. রফিক হাওলাদার (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় নির্মাণাধীন ভবনে পানি উত্তোলনের জন্য বৈদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মারা যায় সে। রফিক পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, নগরীর রূপাতলীর শের-ই-বাংলা সড়কে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতেন রফিক। সোমবার সকালে বৈদ্যুতিক পাম্পের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে রফিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। আহতাবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়ার পথে রফিকের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ